এতে মাশরাফির রংপুরকে ৭ উইকেটে পরাজিত করেছে মোহাম্মদ মিঠুনের রাইডার্স।
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে মাশরাফির রংপুর।
ইবাদত দুটি রাবি বোপারা ২টি উইকেট নেন। জবাবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় রাইডার্সদের পুরো ২০ ওভারই খেলান কোচ টম মুডি। নির্ধারিত ওভারে করে ৩ উইকেটে রাইডার্সরা ১৭৮ রান। রাভি বোপারা ৭৬ আর স্যাম হেইন ৫৬ রানে নটআউট থাকেন। মাশরাফি ৬ ওভারে ৫৬ রান দিয়ে দুই উইকেট নেন।
এদিকে ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় ডান পায়ে খানিক চোট পেয়েছিলেন ক্যাপ্টেন মাশরাফি। যদিও পরে সবশঙ্কাই কেটে যায়। ভালোভাবেই গা গরম করেছেন ক্যাপ্টেন ম্যাশ।
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৭
এইচএল