ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে ফিরছেন ম্যাথুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ভারত সফরে ফিরছেন ম্যাথুস ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে নভেম্বরে শ্রীলঙ্কার ভারত সফরের জন্য ফিট অ্যাঞ্জেলো ম্যাথুস। অন্যদিকে কুশল পেরেরা ও আসিলা গুনারত্নের স্কোয়াডে থাকার প্রত্যাশা করা হচ্ছে।

তিনজনের কেউই সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে ছিলেন না। সীমিত ওভারে দলের ভরাডুবির পর তাদের উষ্ণভাবে দলে স্বাগত জানাবে টিম ম্যানেজমেন্ট।

সাদা বলে নিজেদের শেষ ১৬টি ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা, এর মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা।

লঙ্কানদের পরবর্তী অ্যাসাইনমেন্ট পূর্ণাঙ্গ ভারত সফর। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কলকাতায় ১৬ নভেম্বর থেকে। ওয়ানডে, টি-টোয়েন্টিও তিনটি করে।

গত এক বছরে ইনজুরির কারণেই বেশি খবরের শিরোনাম হয়েছেন ত্রিশ বছর বয়সী ম্যাথুস। পায়ের পেশীর সমস্যায় পাকিস্তানের বিপক্ষে দু’টি টেস্টেই ছিটকে যান। যথাক্রমে হ্যামস্ট্রিং ও আঙুলের ইনজুরিতে খেলার বাইরে কুশল পেরেরা ও গুনারত্নে। ৬৯ টেস্ট, ১৯২ ওয়ানডে ও ৬৯টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ ম্যাথুস তিন ফরমেটেই সবশেষ মাঠে নামেন ভারতের বিপক্ষে হোম সিরিজে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিইও অ্যাশলে ডি সিলভা বলেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল পেরেরা দু’জনই সেরে উঠেছে এবং তারা ভারত সিরিজের স্কোয়াডে থাকার বিবেচনায় আছে। আসিলা গুনারত্নেও ফিট। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।