তিনজনের কেউই সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে ছিলেন না। সীমিত ওভারে দলের ভরাডুবির পর তাদের উষ্ণভাবে দলে স্বাগত জানাবে টিম ম্যানেজমেন্ট।
লঙ্কানদের পরবর্তী অ্যাসাইনমেন্ট পূর্ণাঙ্গ ভারত সফর। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কলকাতায় ১৬ নভেম্বর থেকে। ওয়ানডে, টি-টোয়েন্টিও তিনটি করে।
গত এক বছরে ইনজুরির কারণেই বেশি খবরের শিরোনাম হয়েছেন ত্রিশ বছর বয়সী ম্যাথুস। পায়ের পেশীর সমস্যায় পাকিস্তানের বিপক্ষে দু’টি টেস্টেই ছিটকে যান। যথাক্রমে হ্যামস্ট্রিং ও আঙুলের ইনজুরিতে খেলার বাইরে কুশল পেরেরা ও গুনারত্নে। ৬৯ টেস্ট, ১৯২ ওয়ানডে ও ৬৯টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ ম্যাথুস তিন ফরমেটেই সবশেষ মাঠে নামেন ভারতের বিপক্ষে হোম সিরিজে।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিইও অ্যাশলে ডি সিলভা বলেন, ‘অ্যাঞ্জেলো ম্যাথুস ও কুশল পেরেরা দু’জনই সেরে উঠেছে এবং তারা ভারত সিরিজের স্কোয়াডে থাকার বিবেচনায় আছে। আসিলা গুনারত্নেও ফিট। ’
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১ নভেম্বর, ২০১৭
এমআরএম