ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শেওয়াগকে সম্মান জানাতে দিল্লির ভুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
শেওয়াগকে সম্মান জানাতে দিল্লির ভুল ছবি:সংগৃহীত

আগেই জানানো হয়েছিলো ভারতীয় সাবেক ব্যাটসম্যান বিরেন্দ্র শেওয়াগকে সম্মান জানাতে দিল্লির স্টেডিয়ামের একটি গেট তার নামে করা হবে। তবে ফিরোজ শাহ কোটলায় তার নামে গেট উদ্বোধন করার অনুষ্ঠানে বড় ধরনের ভুল করে বসলো দিল্লি ক্রিকেট সংস্থা। ফটকের বোর্ডে খেলা হলো, ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটার!

দিল্লি ক্রিকেট সংস্থা ভুলে গিয়েছে যে, আরেক ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ারেরও টেস্টে ট্রিপল সেঞ্চুরি রয়েছে। যা তিনি করেছেন খুব বেশি সময়ও হয়নি।

ফিরোজ শাহ কোটলায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। তার আগে ফিরোজ শাহ কোটলার একটি গেট শেওয়াগের নামে উদ্বোধন হয়েছে। গেটের সামনে শেওয়াগের বড় কাট-আউট করা হয়েছিল। তার নিচে লেখা ‘লিজেন্ডস আর ফরএভার’। অর্থাৎ কিংবদন্তিরা চিরকালের জন্য।

১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে নানা কীর্তি গড়েছেন শেওয়াগ। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে মুলতানে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। টেস্টে দু’টি ট্রিপল সেঞ্চুরি করেছেন। সে সব কীর্তির কথাও তার কাট-আউটের পাশে ফলাও করে লেখা হয়েছিল। তার মধ্যেই লেখা ছিল, ‘ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরি করা ক্রিকেটার’। সেই ভুল নিয়েই রীতিমতো হাসাহাসি শুরু হয়ে যায়।

দিল্লি ক্রিকেট কর্মকর্তাদের মনেই নেই যে, গত বছর ডিসেম্বরে চেন্নাইতে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের ইনিংস খেলেছিলেন করুন নায়ার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, করুন নায়ার আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসেরই ক্রিকেটার। যাদের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলা। সেখানেই শেওয়াগকে নিয়ে অনুষ্ঠানে এমন ভুল তথ্য পরিবেশন।  

শেওয়াগ যদিও একমাত্র ভারতীয় যিনি টেস্টে দু’টি ট্রিপল সেঞ্চুরি করেছেন। ২০০৪ সালে মুলতানে তিনি পাকিস্তানের বিপক্ষে করেন ৩০৯। চার বছর পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেন্নাইয়ে ৩১৯।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।