কয়েকটি বোর্ড মিটিংয়ে তা বাস্তবায়নের কথা থাকলেও তা করতে পারেনি পাপনের আগের কমিটি। এদিকে ২০১৭ নির্বাচনের আগে তিনি কথা দেন যে কোনো মূল্যে আঞ্চলিক ক্রিকেট ব্যবস্থা তিনি চালু করবেনেই।
বুধবার (১ নভেম্বর) ফের বিসিবি সভপতি নির্বাচিত হয়ে আসার পরে ৬ মাসের মধ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের অঙ্গীকার করলেন টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত এই বিসিবি সভাপতি, ‘আমাদের প্রথম কাজ হবে আঞ্চলিক ক্রিকেট উন্নয়ন। আগামী ৬ মাসের মধ্যে এটা চূড়ান্ত করে ফেলতে চেষ্টা করবো। যখন এটা হয়ে যাবে তখন তাদের কাছ থেকেই ফিডব্যাক দরকার। লোকাল ওরা আমাদের যেভাবে জানাবে সেভাবে কাজ করবো। ’
একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা একটা পরিকল্পনা নিয়ে আগাবো। আমরা নিজেরা কোনো জায়গা ঠিক করে কাজ করলে সেটা ইফেক্টিভ নাও হতে পারে। সেজন্য আমাদের প্রথম প্রাওরিটি হবে আঞ্চলিক ক্রিকেটর উন্নয়ন। এমনও হতে পারে আমরা তিন মাসের মধ্যে তৈরী করে ফেলিছি। ইজিএম ডেকে পাস করানো লাগলেও আমরা সেটা করবো। ’
আগের মেয়াদে চার বছরেও যা তিনি করতে পারেননি এবার দেখার বিষয় কতদিনের মধ্যে হয়। নাকি শুধুই প্রতিশ্রুতি হয়ে ঝুলে থাকে।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ১ নভেম্বর ২০১৭
এইচএল/এমএমএস