গতবারের রানার্সআপ দলটিতে এবার যোগ দিয়েছেন টাইগারদের মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। আইকন এই তারকার সাথে থাকছেন সিনিয়র-জুনিয়র দেশি-বিদেশি তারকারা।
রাজশাহীর ব্যাটিং শক্তির সঙ্গে থাকছে বোলিংয়ে অন্যতম ভরসা কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। তবে, দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়া মোস্তাফিজকে মাঠে পাওয়ার পর রাজশাহী তাকে কতটা ফিট আর ভয়ঙ্কর হিসেবে পাবে সেটা নিয়ে জল্পনা-কল্পনা থাকছেই।
রাজশাহীর গতবারের দলপতি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি এবারে নির্ভার হয়ে খেলতে পারবেন। এবারে অধিনায়কের আর্মব্যান্ডটা হয়তো মুশফিকের হাতেই থাকবে। ক্যারিবীয়ান কিংবদন্তির সঙ্গে দেশি অলরাউন্ডার হিসেবে থাকছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার ফরহাদ রেজা। মোস্তাফিজকে বিপিএলের প্রথম দিকে না পেলে মেহেদি হাসান, কেরসিক উইলিয়ামস, মোহাম্মদ সামি, উসামা মীর আর নিহাদুজ্জামানের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। এছাড়া, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিকরা তো থাকছেনই।
রাজশাহীকে পথ দেখাতে থাকছেন সামিত প্যাটেল। গতবার রাজশাহীর জার্সিতে তিনি সবগুলো ম্যাচেই খেলেছেন। ১৫ ম্যাচে ২৮৮ রান করার পাশাপাশি বোলিংয়ে তুলে নিয়েছিলেন ১১ উইকেট। নটিংহ্যামশায়ারের জার্সিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ১৪৬ স্ট্রাইক রেটে, ৪০ গড়ে করেছেন ৪০৫ রান।
এবারে রাজশাহী কোচ হিসেবে থাকছেন সরোয়ার ইমরান। ২০১২’তে বিপিএলের প্রথম আসরে তার কোচিংয়ে মুগ্ধ ছিল অনেক ক্রিকেট বোদ্ধা। ক্রিকেটারদের ট্যালেন্ট কাজে লাগিয়ে তাদের টেকনিক্যাল দিকগুলো বেশ ভালোই কাজে লাগাতে পটু দেশি এই কোচ।
রাজশাহীর তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের কথা বলা যেতে পারে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই টাইগার যুবা রাজশাহীর জন্য ভালো কিছু করতে পারেন। ঘরোয়া ক্রিকেটে নিজের ছন্দ ধরে রেখে জাকির হাসান বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নেন। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ রনি তালুকদারও আছেন স্কোয়াডে। তবে, একজনের কথা না বললে রাজশাহীর শিবিরকে অপূর্ণ মনে হবে। মুমিনুল হককে এবারো রেখে দিয়েছে রাজশাহী। নিজের খোলস ছেড়ে বের হলে ব্যাট হাতে মুমিনুল কি করতে পারেন সেটা গতবারই দেখিয়েছেন।
রাজশাহী কিংস স্কোয়াড:
লুক রাইট, কেরসিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, উসামা মীর, রাজা আলী দার, মুশফিকুর রহিম, মমিনুল হক, মেহেদি হাসান, ফরহাদ রেজা, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদুজামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ২ নভেম্বর ২০১৭
এমআরপি