কিন্তু এবার হলো উল্টো। ভারতের জয় পাওয়াতে যেন খুশিই হলো পাকিস্তান।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় র্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ খেলতে নেমেছিলো ভারত। ম্যাচে ৫৩ রানের বড় জয় নিশ্চিত করে বিরাট কোহলিরা। মুখোমুখি ছয়বারের দেখায় প্রথমবার কিউইদের বিপক্ষে জয় পায় ভারত।
হেরে যাওয়ায় শীর্ষে থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। আর দুইয়ে থাকা পাকিস্তান সবার ওপরে জায়গা করে নেয়। তবে অন্য সব দল নিজেদের অবস্থানে অনড় রয়েছে। পাশাপাশি কিউইরা যদি সিরিজের পরের দুটি ম্যাচ জয় পায়, তবে ফের শীর্ষে ফিরবে দলটি।
টি-২০ র্যাংকিংয়ের সেরা ১০ দল: পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস