মনিপুর তাদের বোলিংয়ে ১১২ রান দেয় অতিরিক্ততে। যেখানে ৯৪টি ছিল ওয়াইড।
ওয়ানডে ফরম্যাটের এ খেলায় নাগাল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ২১৫ রান করে। জবাবে মনিপুর ৯৮ রান করলে নাগাল্যান্ড ১১৭ রান জয় পায়।
নারী আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অতিরিক্ত থেকে রান এসেছে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে। ২০০৩ সালে ম্যাচটিতে মোট ১৩৩ রান এসেছিলো। তবে ওয়াইড থেকে হয়তো কোনো ম্যাচেই এর আগে এতো রান আসেনি।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৭
এমএমএস