ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে মাশরাফির রংপুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে মাশরাফির রংপুর টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে মাশরাফির রংপুর

৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয় তুলে নিয়েছে টাইগার ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। একই ভেন্যুতে আরেকটি জয়ের লক্ষ্যে নামছে কোচ টম মুডির শিষ্যরা।

এবার অবশ্য প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। বুধবার (৮ নভেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে মাশরাফি অ্যান্ড কোং সময় পেয়েছে তিন দিন। ফলে বিশ্রাম এবং প্রস্তুতি দুটোই দলের যোদ্ধারা ভালোভাবে নিতে পেরেছেন। তাই দ্বিতীয় ম্যাচে ভাইকিংসদের বেশ শক্ত হাতেই তারা মোকাবেলা করবে এ আশা করাই যায়।

পক্ষান্তরে কুমিল্লার বিপক্ষে ম্যাচের পরদিনই রাইডার্সদের তোপ সামলাতে নামতে হচ্ছে মিসবাহ উল হকদের। নিজেদের প্রথম ম্যাচে মোহাম্মদ নবীদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হারা দলটি রাতারাতি হতাশা কাটিয়ে উঠে মাশরাফিদের মোকাবেলায় কতটা সক্ষম হবে সেটিই প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে মাশরাফির রংপুরতবে যেহেতু খেলাটি ক্রিকেট সেহেতু আগে থেকেই নেতিবাচক মন্তব্য না করাই শ্রেয়। তারপর আবার টি-টোয়ন্টি। যেখানে ম্যাচের ভাগ্য বদলাতে দুই থেকে তিনজনই যথেষ্ট। তাই প্রথম ম্যাচের ধারাবাহিকতায় ভাইকিংসরা দ্বিতীয়টিতেও হেরে বসবে একথা বলা বোধ করি যুক্তিযুক্ত হবে না। দলটি জয়ের লক্ষ্যে মরিয়া হয়েই খেলবে।

প্রথম ম্যাচে জয় আসলেও ভুলত্রুটি নিয়ে কাজ করার সুযোগ পেয়েছে মাশরাফির দল। চিটাগংয়ের লুক রঞ্চি আর সৌম্য সরকারদের ভয় পাচ্ছে না রংপুর রাইডার্স। ডাগআউটের বাইরে থাকা ওয়েস্ট ইন্ডিয়ান স্যামুয়েল বদ্রি আশাবাদী রাইডার্সরা ঠিক পথেই যাচ্ছে। ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালাম যোগ দিলে দল আরো বেশি ব্যালেন্সড হবে বলে মত তার।
 
সিলেট পর্ব শেষে ৯ নভেম্বর দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হবে রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৭ নভেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।