ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বরিশালে অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেটের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বরিশালে অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেটের উদ্বোধন বরিশালে অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেটের উদ্বোধন

বরিশাল: বরিশালে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগীতা ২০১৭-১৮ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) সকাল সোয়া ৯টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হয়।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুরুল আলম নুরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের বরিশালের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো।

উদ্বোধনী দিনে বরিশাল জেলা ও ঝালকাঠি জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ৬ জেলার ৬টি দল রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।