ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সামর্থ্যর প্রমাণ রেখেছেন রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
সামর্থ্যর প্রমাণ রেখেছেন রিয়াদ সংবাদ সম্মেলনে খুলনা টাইটানস’র অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ- ছবি- আবু বকর

সিলেট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিন থেকেই উড়ন্ত ছিলো সিলেট সিক্সার্স। ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলের এবারের আসরে বেশ আত্মবিশ্বাসী ছিলো দলটি। কিন্তু বুধবার সিলেট পর্বের শেষ ম্যাচে উড়ন্ত সিলেটকে মাটিতে টেনে নামালো খুলনা টাইটানস।

অবশ্য বুধবারের (০৮ নভেম্বর) ম্যাচে উড়ন্ত সিলেট সিক্সার্সের সঙ্গে ম্যাচ জেতায় স্বস্তি পেলেও অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে রাজি না খুলনা টাইটানস’র অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ।  

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথম ম্যাচ হারার পর কিছুটা হলেও আত্মবিশ্বাসের ঘাটতি ছিলো।

দ্বিতীয় ম্যাচ জিতে নিজেদের সামর্থ্যর প্রমাণ রাখতে পেরেছি। তবে সিলেটও খুব ভালো ক্রিকেট খেলেছে।  

এদিন রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের টার্গেট ছিলো সিলেট সিক্সার্সের উদ্বোধনী দুই ব্যাটসম্যান। কেননা, গত ম্যাচগুলোতে তারা ভালো পার্টনারশিপ করেছিলেন। তাই টার্গেট ছিলো ‘স্ট্রাইক আর্লি ’। হয়েছেও তাই, বোলাররা ভালো বল করতে পেরেছেন।  

তাছাড়া ব্যাটিং ডেপথ বাড়াতে ম্যাচে তারাও একজন ব্যাটসম্যান বাড়তি নিয়ে খেলেছেন-বলেন রিয়াদ। তার মতে, ব্যাটিং ডেপথ বাড়াতে এমন পরিকল্পনা।  

তিনি বলেন, টি-টোয়েন্টি প্রতিটি দলের জন্য গুরুত্বপূর্ণ। কেউ বিন্দু পরিমাণ ছাড় দিলে জয় কঠিন হয়ে পড়বে। প্রতিটা ম্যাচ সিরিয়াসলি খেলতে হবে।  

সিলেট সিক্সার্সের বিপক্ষে টাইটানস অধিনায়ক ৩৯ মিনিট ক্রিজে থেকে ২৩ বলে দলীয় স্কোরে ২৭ রান যোগ করেন। যা খুলনা টাইটানসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

সিলেট সিক্সার্সের ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করা ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনা টাইটানস ৪ উইকেটে ১৮ ওভারে ১৩৮ রান করতে সক্ষম হয়।    

সিলেট সিক্সার্সের হয়ে মাঠে নেমে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন বোলার তাইজুল ইসলাম।  

খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকের ম্যাচে আমরা সুবিধা করতে পারিনি। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো।  

উদ্বোধনী জুটি আন্দ্রে ফ্লেচার ও উপল থারাঙ্গার ওপর ভর করে তিন ম্যাচেই জয় নিয়েছে সিলেট সিক্সার্স।  

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।