কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কপিলের রেকর্ডে ভাগ বসান কোহলি। সুরাঙ্গা লাকমলের বলে ০ রানে বিদায় নেন।
সাজঘরে ফেরার পথে কোহলির নামের পাশে এক ক্যালেন্ডার বছরে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫টি শূন্যের ইনিংস। এতোদিন যা ছিল কপিলের দখলে। এখন সেটা কোহলির।
চলতি বছর পাঁচবার শূন্য রানে ফেরা কোহলির দুটি ইনিংস ছিল টেস্টে, দুটি ইনিংস ছিল ওয়ানডেতে আর একটি টি-টোয়েন্টিতে। পাঁচটি ডাকের মধ্যে ৩টি অস্ট্রেলিয়ার বিপক্ষে, দুটি শ্রীলঙ্কার বিপক্ষে।
১৯৮৩ সালে অধিনায়ক থাকার সময় সে বছর কপিল পাঁচবার শূন্য রানে ফিরেছিলেন। দলপতি থাকাকালীন ১৯৭৬ সালে বিশেন সিং বেদি চারবার শূন্য রানে সাজঘরের পথে হেঁটেছিলেন। সৌরভ গাঙ্গুলী ২০০১ ও ২০০২ সালে চারবার শূন্য রানে ফিরেছিলেন। ২০১১ সালে চারবার ডাক মেরে সেই তালিকায় নাম লেখান মহেন্দ্র সিং ধোনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৭
এমআরপি