ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

‘ডাক’ মেরে কপিলকে ছাড়ালেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
‘ডাক’ মেরে কপিলকে ছাড়ালেন কোহলি ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ‘ডাক’ মেরেছেন ভারতের দলপতি বিরাট কোহলি। শূন্য রানে বিদায় নেওয়ার পাশাপাশি কোহলি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে ছাড়িয়ে গেছেন।

কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কপিলের রেকর্ডে ভাগ বসান কোহলি। সুরাঙ্গা লাকমলের বলে ০ রানে বিদায় নেন।

ইনিংসের ১১তম ওভারে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কোহলি। লাকমলের বলে ফেরার আগে ১১ বল খেলে কোনো রান পাননি ভারতের বর্তমান দলপতি।

সাজঘরে ফেরার পথে কোহলির নামের পাশে এক ক্যালেন্ডার বছরে ভারত অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৫টি শূন্যের ইনিংস। এতোদিন যা ছিল কপিলের দখলে। এখন সেটা কোহলির।

চলতি বছর পাঁচবার শূন্য রানে ফেরা কোহলির দুটি ইনিংস ছিল টেস্টে, দুটি ইনিংস ছিল ওয়ানডেতে আর একটি টি-টোয়েন্টিতে। পাঁচটি ডাকের মধ্যে ৩টি অস্ট্রেলিয়ার বিপক্ষে, দুটি শ্রীলঙ্কার বিপক্ষে।

১৯৮৩ সালে অধিনায়ক থাকার সময় সে বছর কপিল পাঁচবার শূন্য রানে ফিরেছিলেন। দলপতি থাকাকালীন ১৯৭৬ সালে বিশেন সিং বেদি চারবার শূন্য রানে সাজঘরের পথে হেঁটেছিলেন। সৌরভ গাঙ্গুলী ২০০১ ও ২০০২ সালে চারবার শূন্য রানে ফিরেছিলেন। ২০১১ সালে চারবার ডাক মেরে সেই তালিকায় নাম লেখান মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।