ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের অ্যাশেজ দলে পেইন, ব্যানক্রফ্ট ও মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
অজিদের অ্যাশেজ দলে পেইন, ব্যানক্রফ্ট ও মার্শ ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসছে অ্যাশেজ সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। যেখানে স্টিভেন স্মিথকে অধিনায়ক করে ১৩ সদস্যের দলে জায়গা পেয়েছেন টিম পেইন, ক্যামেরুন ব্যানক্রফ্ট ও শন মার্শ।

এদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ম্যাথিউ ওয়েড, ম্যাট রেনশ ও গ্লেন ম্যাক্সওয়েল।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেইন সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১০ সালে টেস্ট ম্যাচ খেলেছেন।

আর অজিদের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা আরেক উইকেটরক্ষক ব্যানক্রফ্ট প্রথমবার সাদা পোশাকে ডাক পেলেন।

এই দলে আরও যোগ করা হয়েছে ফাস্ট বোলার চাদ শ্রেয়াসকে। যেখানে ক’দিন আগে ইনজুরির কারণে অ্যাশেজ স্বপ্ন প্রায় শেষ হয়ে যায় পেসার নাথান কোল্টার নাইলের।

আগামী ২৩ নভেম্বর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনের গ্যাবায়।

প্রথম দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফ্ট, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিওন, জশ হ্যাজলউড, জ্যাকসন বার্ড, চাদ শ্রেয়াস।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।