ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নিরপেক্ষ ভেন্যুতে জিম্বাবুয়ে-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
নিরপেক্ষ ভেন্যুতে জিম্বাবুয়ে-আফগানিস্তান ছবি:সংগৃহীত

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার এক ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা ছিলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতের শারজায়। তবে আগামী বছরের মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় জিম্বাবুয়ে ক্রিকেট আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে পরামর্শ দেয়, সীমিত ওভারের সিরিজ খেলতে।

এরই ধারাবাহিকতায় আগামী বছরের ফেব্রুয়ারিতে সীমিত ওভারের সিরিজ খেলবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এই সিরিজে থাকছে দুই ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজ।

দু’দলেরই এই সফরটি শুরু হবে টি-২০ সিরিজের মধ্যদিয়ে। ২০১৮ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি দুটি টি-২০ ম্যাচ খেলবে তারা। ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি মধ্যে হবে পাঁচটি ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ১৭ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।