উড়ন্ত ফর্মে থাকা এই স্পিনার পাকিস্তানের কোনো বোলার হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে চারটি করে উইকেট সবথেকে বেশিবার নিয়েছেন। মোট ১১বার এক ইনিংসে চারটি করে উইকেট নিয়েছে আফ্রিদি।
রাজশাহীর বিপক্ষে সবশেষ ম্যাচে আফ্রিদি ২৬ রানের বিনিময়ে চারটি উইকেট পান। ঢাকা ডায়নামাইটসের হয়ে তিনটি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৯ উইকেট। নিজের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ১২ রান খরচায় নিয়েছিলেন চারটি উইকেট। পরের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ২৩ রানের বিনিময়ে পান একটি উইকেট।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২বার চারটি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আফ্রিদির সঙ্গে ১১বার করে চার উইকেট নেওয়ার তালিকায় যৌথভাবে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৭
এমআরপি