ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মাঠে নামবে ঢাকা-কুমিল্লা, সিলেট-রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
মাঠে নামবে ঢাকা-কুমিল্লা, সিলেট-রংপুর কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুরে প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আর সন্ধ্যায় সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসরের ২১তম ম্যাচে মাঠে নামবে ঢাকা ও কুমিল্লা। ম্যাচটি দুপুর একটায় থেকে শুরু হবে।

এবারে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দারুণ অবস্থানে রয়েছে ঢাকা ও কুমিল্লা। ৬ ম্যাচে ৪ জয় ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সাকিবের ঢাকা। ‍একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে এক পয়েন্ট পায় দলটি।

দ্বিতীয়স্থানেই রয়েছে কুমিল্লা। ৫ ম্যাচে ৪ জয় ও এক হারে ৮ পয়েন্ট অর্জন করেছে তামিম ইকবালের নেতৃত্বে দলটি। শেষ চার ম্যাচেই জয় পেয়েছে একবারের চ্যাম্পিয়নরা। এই আসরে ঢাকা ও কুমিল্লার এটিই প্রথম সাক্ষাত হতে যাচ্ছে।

এদিকে ২২তম ম্যাচে একই মাঠে লড়তে যাচ্ছে সিলেট ও রংপুর। খেলাটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। তবে মুখোমুখি হতে যাওয়া দু’দলই শেষ কয়েকটি ম্যাচে বেশ ভুগছে। সিলেট আসরে ভালো শুরু করলেও শেষ কয়েকটি ম্যাচে হারের বৃত্তে রয়েছে। ৭ ম্যাচে ৩ জয় ও সমান হারে ৭ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের ৪-এ রয়েছে নাসির-সাব্বিররা।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে রংপুর। প্রথম ম্যাচ জয়ের পর টানা ৩ ম্যাচ হেরেছে মাশরাফির নেতৃত্বে রংপুর। ৪ ম্যাচে এক জয় ও ৩ হারে ২ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে সবার শেষে রয়েছে দলটি। চলতি আসরে সিলেট ও রংপুর প্রথমবার মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।