ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনিকে নিয়ে এবার প্রশ্ন তুললেন সঞ্জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ধোনিকে নিয়ে এবার প্রশ্ন তুললেন সঞ্জয় ধোনিকে নিয়ে এবার প্রশ্ন তুললেন সঞ্জয়-ছবি:সংগৃহীত

মাহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে এবার প্রশ্ন তুললেন দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার। তার মতে ধোনির সামর্থ্য এখন আর আগের মতো নেই। যদিও ইতোমধ্যে তিনি কিংবদন্তি তকমা পেয়েছেন।

এ ব্যাপারে সঞ্জয় বলেন, ‘সে (ধোনি) এখন আর আগের মতো গেম চেঞ্জার হিসেবে নেই। একটা সময় সে ছয় বলে চারটি ছক্কা হাঁকাতে পারতো, এখন হয়তো একটিই পারে।

তার থেকে এখন অন্যরা দলের জয়ে বেশি ভূমিকা রাখে। ’

এর আগে ভারতের আরও দুই সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষন ও অজিত আগারকার ধোনির জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার তাদের সুরে প্রায় একই কথা বললেন সঞ্জয়।

২০১৫ সালে টেস্ট ক্রিকেট ছাড়ার পর থেকে নিয়মিত ওয়ানডে ও টি-২০ খেলছেন ধোনি। হয়তো ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।

এর আগে ধোনির সমালোচনার প্রতিবাদ করেছিলেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া তার পাশে দাঁড়িয়েছিলেন কোচ রবি শাস্ত্রীও। কেননা এই তারকার অধীনেই ভারত তিনটি ভিন্ন বৈশ্বিক শিরোপা জিতেছিলো।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।