ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পার্থের নতুন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
পার্থের নতুন স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ছবি:সংগৃহীত

আগামী জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার শহর পার্থের নতুন স্টেডিয়ামের পথচলা শুরু হবে। যেখানে ২৮ জানুয়ারি ওয়ানডে খেলতে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যদিও আসছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টটি প্রথমে হওয়ার কথা ছিলো এখানে।

মধ্য ডিসেম্বরে স্টেডিয়ামটি খোলার কথা ছিলো। তবে ঠিক সময়ে কাজ সম্পন্ন না হওয়ায় গভর্নি বডি স্থগিত করে দেয়।

পরে ঠিক হয় ওয়ানডে ম্যাচের মধ্যদিয়ে উদ্বোধন করা হবে।

এদিকে বিগ ব্যাশের রাজ্য ভিত্তিক দল পার্থ স্কোচার্চও এ মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলবে। আর পরবর্তী মৌসুমও শুরু করবে। যেখানে এর আগে এ রাজ্যে ওয়াকা গ্রাউন্ডে ক্রিকেট ম্যাচ হতো।

নতুন স্টেডিয়ামে দর্শন ধারণ ক্ষমতা ৬০ হাজার। এটি অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম হিসেবে নাম লেখাবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।