ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লায় রশিদের পরিবর্তে আরেক আফগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
কুমিল্লায় রশিদের পরিবর্তে আরেক আফগান রশিদ খান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলতে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়ছেন লেগ স্পিনার রশিদ খান। সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে শনিবার বাংলাদেশ ছাড়বেন তিনি। তবে তার পরিবর্তে তামিম ইকবালের নেতৃত্বে থাকা কুমিল্লায় যোগ দিচ্ছেন আরেক তরুণ আফগান স্পিনার মুজিব জাদরান।

১৬ বছর বয়সী মুজিব জাদরান ডানহাতি অফস্পিনার হিসেবে এরই মধ্যে বেশ সুনাম করেছেন। সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বল হাতে দুর্দান্ত করেছেন তিনি।

অসাধারণ বল করে আফগানদের শিরোপা জেতানোর পাশাপাশি পাঁচ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে মুজিবের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ সফর করেছিলেন মুজিব। যেখানে পাঁচ ম্যাচের সিরিজের শিকার করেন মোট ১৭টি উইকেট। এক ম্যাচেই নিয়েছিলেন ৭ উইকেট।

বিপিএলে ছয়টি ম্যাচের পাঁচটিতে জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ সময় রশিদ খান ছয় ম্যাচে ৬ উইকেট শিকার করেন। তার বোলিং ইকোনোমি মাত্র ৪.১২।  

এদিকে রশিদ খানের পাশাপাশি আফগানিস্তানের হয়ে খেলতে বাংলাদেশ ছাড়ছেন চিটাগং ভাইকিংসের অলরাউন্ডার মোহাম্মদ নবীও।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।