ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘সাইফুদ্দিনের ওভারে না, ম্যাচ হেরেছি সামির ওভারে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
‘সাইফুদ্দিনের ওভারে না, ম্যাচ হেরেছি সামির ওভারে’ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: শুরুর দিকে দুর্দান্ত বোলিং, শেষ ওভারে এসে ‘সব শেষ’! স্লগ ওভারে এসে সাইফুদ্দিনের বোলিং ভুলে যাওয়া ধরা পড়ল আরও একবার। দক্ষিণ আফ্রিকা সফরে এক ওভারে ডেভিড মিলার নিয়েছিলেন ৩১, শনিবার (২৫ নভেম্বর) ড্যারেন স্যামি ছাড়িয়ে গেলেন তাকেও।

এদিন সাইফুদ্দিনের করা এক ওভারেই স্যামি নিয়েছেন ৩২ রান। অথচ প্রথম তিন ওভারে দিয়েছিলেন মাত্র ১৮ রান, সঙ্গে ছিল তিন উইকেট।

কি ছন্দপতন!

ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারায় সাইফুদ্দিনের সেই ওভারটার প্রসঙ্গ আসছে বারবার। তবে সংবাদ সম্মেলনে এসে সতীর্থকে সমালোচনা থেকে আড়াল করতে চাইলেন আল আমিন। বারবার সেটি ছাপিয়ে রাজশাহীর পেসার মোহাম্মদ সামির এক ওভারে তিন উইকেট নেওয়ার কথাই তুললেন তিনি।
 
‘ক্রিকেটে এক ওভারে ৩০-৩২ রান হতে পারে। ওই ওভারে এতো রান হওয়ার পরেও কিন্তু আমরা ম্যাচে ছিলাম। কিন্তু মোহাম্মদ সামির ওই ওভারেই আমরা ম্যাচ থেকে ছিটকে পড়ি। ’-হারের কারণ বললেন আল আমিন।

‘ওদের অন্য বোলাররা দেখবেন প্রতি ওভারেই প্রায় ১০ রান করে দিয়েছে। একমাত্র মোহাম্মদ সামি চার ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট পেয়েছে। ওই খেলায় পার্থক্য গড়ে দিয়েছে। ’যোগ করেন আল আমিন।

সাইফুদ্দিনের পাশে দাঁড়িয়ে আল আমিনের আরও জবাব-‘আর সাইফুদ্দিন কিন্তু খুব ভালো বোলার। এই বিপিএলে দেখবেন প্রথম ছয়-সাতটা ম্যাচ সে খুব ভালো করেছে। একটা ম্যাচ এমন হতে পারে। আশ করছি পরের ম্যাচগুলোতে সে আবারও ভালোভাবে ফিরে আসবে। ’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।