ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের আউটকে ‘বাজে আউট’ বললেন আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ইমরুলের আউটকে ‘বাজে আউট’ বললেন আল আমিন ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ১৮৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই আউট ফখর জামান। মেহেদি হাসান মিরাজের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলটা পায়ে লাগতেই এলবির আবেদন-সেই আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।

যদিওবা রিপ্লেতে দেখা গেছে বল প্যাডে লাগলেও স্টাম্প মিস করেছে। দুই ওভারে দুই উইকেট হারিয়ে ম্যাচ যেনো সেখানেই হেরে বসে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে আসা আল আমিনের কণ্ঠে তাই ইমরুল কায়েসের আউট নিয়ে ঝরল আফসোস।

আল আমিন জানান, ‘একটা বাজে ডিসিশন হয়েছে। আমাদের দেখবেন তিন ওভারে ৭ রানে দুই উইকেট হয়ে গিয়েছিল। তার মধ্যে একটা বাজে আউট। ইমরুল ভাই ইনফর্ম ব্যাটসম্যান। কিন্তু তিনি বাজে আউট হয়েছেন। ’

ইমরুল কায়েসের আউটটাকে বাজে আউট বলার কারণ কী? এমন প্রশ্নে প্রথমদিকে এড়িয়ে যেতে চাইলেন আল আমিন।

পরে অবশ্য জানান, ‘বিগ স্কোরের ম্যাচগুলোতে হয় কি একটা-দুইটা আউটও পার্থক্য গড়ে দেয়। তাই বলছি ইমরুল ভাইয়ের আউটটি বাজে ছিল। এটি স্টাম্প মিস করেছে কিন্তু। ’

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।