ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহাম্মদ রফিকের ক্লাসে সামিত প্যাটেল

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
মোহাম্মদ রফিকের ক্লাসে সামিত প্যাটেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: সন্ধ্যা নামো নামো তখন। রংপুর রাইডার্স আর খুলনা টাইটান্স ম্যাচ শেষ হয়েছে মাত্র। ইতোমধ্যে অনুশীলন করতে মাঠে নেমে পড়েছে রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংসের ক্রিকেটাররাও। কেউ কেউ বল-ব্যাট নিয়ে ব্যস্ত সময় পার করছেন নেটে। এর মধ্যেই রংপুর রাইডার্সের নেটে দৃশ্যটা চোখে পড়ল।

কখনও বল হাতে নিয়ে মোহাম্মদ রফিক ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেলকে দেখিয়ে দিচ্ছেন ‘এভাবেই বল ধরে করো’। বল করার পরে ‘শিক্ষক’ রফিকের ক্লাসে পুনরায় মনোযোগ সামিত প্যাটেলের।

এবার হাত নেড়ে আকার-ইঙ্গিতে আর নানান পরামর্শের ঝাপি খুলে দিচ্ছেন রফিক। এভাবে চললো মিনিট দশেক। শেষে ধন্যবাদ দিয়ে হাসিমুখে ড্রেসিংরুমের দিকে ফিরলেন সামিত।

হয়তো প্রশ্ন করতে পারেন-বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন কোচ হিসেবে নাম লেখানো মোহাম্মদ রফিকের কাজই তো বোলারদের শেখানো-ভুল ধরিয়ে দেওয়া। এখানে আশ্চর্য হবার কি আছে? আশ্চর্য হবার কারণ অবশ্যই আছে-সামিত প্যাটেল যে বিপিএল খেলছেন রাজশাহী কিংসের হয়ে?

সেসব তো সাদা চোখে দেখা কথা। মোহাম্মদ রফিক আর সামিত প্যাটেল দু’জন দু’দলের হতে পারেন। কিন্তু শিক্ষক-ছাত্র শব্দগুলো যে সব স্বার্থের ঊর্ধ্বে তাই যেনো বুঝিয়ে দিলেন দু’জন।

২০০৮ সালে ওয়ানডেতে অভিষেক হলেও গত ৯ বছরে ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেলের ম্যাচ খেলা হয়েছে মাত্র ৩৬টি। অন্যদিকে ২০১২ সালে টেস্ট অভিষেক হলেও খেলার সুযোগ পেয়েছেন মাত্র ছয়টি টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে সামিত প্যাটেলের পারফরম্যান্স তেমন আহামরি না হওয়াই এর কারণ। চলতি বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেললেও সুযোগ পাওয়া চার ম্যাচ খেলে সামিত প্যাটেল উইকেট পেয়েছেন মাত্র দুটি। আর রান? সেখানেও ব্যবহার করতে হচ্ছে মাত্র শব্দটি। রান যে শুধু ১০।

নিজেকে খুঁজে ফেরা সামিত প্যাটেলের এই বিপিএলে আর মাঠে নামা হবে কিনা তাই তা বড় প্রশ্ন। তবে বিপিএলে আহামরি কিছু করতে না পারা এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলা ওয়েলিংটন। আসন্ন আসরে সেই দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তাই বিপিএল শেষেই উড়াল দেবেন নিউজিল্যান্ডে।

এর আগে নিজেকে শাণিত করতেই হয়তো বাঁহাতি স্পিন লিজেন্ড মোহাম্মদ রফিকের কাছে দ্বারস্থ হলেন সামিত প্যাটেল। যদি ভুলগুলো শুধরে নেওয়া যায় অভিজ্ঞ রফিকের কাছ থেকে!

‘ছোট দেশের বড় ক্রিকেটার’ খ্যাত মোহাম্মদ রফিক ছিলেন তার সময়ের বিশ্বসেরা বাঁহাতি স্পিনারদের একজন। ৩৩ টেস্টে ১০০ উইকেট আর ১২৫ ওয়ানডেতে ১২৫ উইকেট দখল করা মোহাম্মদ রফিক অবসর নেওয়ার পর জাতীয় দলের স্পিনারদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু কখনও জাতীয় দলে ডাক আসেনি তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ‘ভুলে গেলেও’ প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভুলেননি। সৌরভ তার ক্রিকেট একাডেমিতে বছরে কমপক্ষে ৪টি ভাগে কাজ করার জন্য রফিককে প্রস্তাব দেন। কিছুদিন আগে সেই একাডেমিতে ১৫ দিনের ট্রেনিং করিয়ে ফিরেছেন।
 
এবার সামিত প্যাটেলও যেনো বুঝিয়ে দিলেন মোহাম্মদ রফিক শুধু বড় ক্রিকেটার ছিলেন না, স্পিন কোচ হিসেবেও দুর্দান্ত....।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।