ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোমাঞ্চের ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জিতলো রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
রোমাঞ্চের ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জিতলো রংপুর ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তাসকিনের করা ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে রংপুর রাইডার্সকে জেতালেন শ্রীলঙ্কান তারকা থিসারা পেরেরা। চলমান আসরের ২৮তম ম্যাচে মুখোমুখি হয় মাশরাফির রংপুর রাইডার্স এবং স্বাগতিক চিটাগং ভাইকিংস। তাসকিন-বিজয়-সৌম্য সরকারদের চিটাগংকে ৩ উইকেটে হারিয়ে আসরের চতুর্থ জয় তুলে নিয়েছে গেইল-ম্যাককালাম-পেরেরাদের রংপুর।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নামা ভাইকিংসরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৬ রান।

জবাবে, ওয়ানডাউনে নামা মাশরাফির ঝড়ো ইনিংস আর গেইল-মিঠুনের দায়িত্বশীল ইনিংসে ৭ উইকেট হারিয়ে রংপুর জয়ের বন্দরে পৌঁছে। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাশরাফি।

শনিবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে নামে দুই দল। তলানির শেষ দল হিসেবে নামে চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রইলো তাসকিন-সৌম্য সরকারের ভাইকিংস। আর গেইল-ম্যাককালামদের রংপুর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে উঠলো।

ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমব্যাটিংয়ে নেমে ভাইকিংস দলপতি ও ওপেনার লুক রঞ্চি ৫ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১১ রান। আরেক ওপেনার সৌম্য সরকার ২৬ বলে দুটি চার এবং দুটি ছক্কায় করেন ৩০ রান। তিন নম্বরে নামা এনামুল হক বিজয় আবারো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যক্তিগত ৭ রান করে সাজঘরের পথ ধরেন।

ভ্যান জিল আর আগের ম্যাচে ৯৫ রান করা সিকান্দার রাজা এরপর স্বাগতিকদের টানতে থাকেন। রাজা ১৯ বলে ২২ রান করে ফিরলেও ৪০ বলে তিনটি চার আর চারটি ছক্কায় ভ্যান জিল করেন ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। শেষ দিকে লুইস রিসি ১ রান করেন। আর নাজিবুল্লাহ জাদরান ১৬ বলে দুটি চার ও একটি ছক্কায় করেন ২৫ রান।

ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমরংপুরের পেসার রুবেল হোসেন ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। থিসারা পেরেরা ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। নাহিদুল ইসলাম ১ ওভারে ৪ রান দিয়ে নেন ১ উইকেট। মাশরাফি ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ১ উইকেট। সোহাগ গাজী ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ২ উইকেট। লাসিথ মালিঙ্গা ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ১ উইকেট।

১৭৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রংপুরের ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ২০ বলে ১৫ রান করে বিদায় নেন। গেইলেও ব্যাট থেকে আসে ৩৩ রান। তার ২৫ বলের ইনিংসে একটি চারের পাশাপাশি ছিল তিনটি ছক্কা। ওয়ান ডাউনে ব্যাট হাতে আসেন রংপুরের দলপতি মাশরাফি। মাত্র ১৭ বলে চারটি চার আর তিনটি বিশাল ছক্কায় করেন ৪২ রান।

ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমমাঝে রবি বোপারা ১১ রান করে সাজঘরে ফেরেন। মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৪৪ রান। তার ২৯ বলের ইনিংসে ছিল চারটি চারের মার। ১৯তম ওভারে লুইস রিসি মাত্র ৫ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। শেষ ওভারে ১৪ রান দরকার হয় রংপুরের। তাসকিনের করা শেষ ওভারের প্রথম বলে থিসারা পেরেরা ২ রান নেন। পরের বলে ছক্কা হাঁকান। তৃতীয় বলে রান আউট হন নাহিদুল ইসলাম। চতুর্থ বলে ক্যাচ দিয়ে বিদায় নেন শাহরিয়ার নাফিস। পঞ্চম বলে পেরেরা ডাবল নেন। শেষ বলে ৪ রান দরকার ছিল রংপুরের। তবে, শেষ বলের আগের বলটি ওয়াইড দেন তাসকিন। শেষ বলে ছক্কা হাঁকান পেরেরা। থিসারা পেরেরা ১৪ বলে তিন ছক্কায় ২৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

চিটাগংয়ের আল আমিন, সানজামুল ইসলাম, তানভির হায়দার, তাসকিন আহমেদ, সৌম্য সরকার আর লুইস রিসি একটি করে উইকেট নেন।

ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কমএর আগে দিনের প্রথম ম্যাচে (২৭তম ম্যাচে) মুখোমুখি হয় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মুশফিক-মোস্তাফিজদের রাজশাহী কিংস। ম্যাচে ৩০ রানে কুমিল্লাকে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে রাজশাহী। কিংসদের পাকিস্তানি পেসার মোহাম্মদ সামির (৪ ওভারে ৯ রান দিয়ে ৪ উইকেট) দুর্দান্ত বোলিংয়ে হার মানে কুমিল্লা। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে কিংসরা তোলে ১৮৫ রান। জবাবে, ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে কুমিল্লা তোলে ১৫৫ রান। দু’দলের আগের সাক্ষাতে জয় পেয়েছিল কুমিল্লা।

ম্যাচ হেরে শীর্ষে ওঠা হয়নি তামিমের কুমিল্লার। ৮ ম্যাচে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। ৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রইলো তামিমের কুমিল্লা। ৮ ম্যাচ খেলা সাকিবের ঢাকা ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। ৮ ম্যাচ খেলে ৬ পয়েন্ট রাজশাহীর।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।