চতুর্থ দিন ৩৩ রানে দুই উইকেট হারানো ইংল্যান্ড ফের ব্যাটিংয়ে নামে। তবে আগের দিনের অপরাজিত ওপেনার মার্ক স্টোনম্যান আট রান যোগ করে ব্যক্তিগত ২৭ রানে বিদায় নেন।
তবে ষষ্ঠ উইকেট জুটিতে ইংলিশদের আশার আলো দেখান মঈন আলী ও জনি বেয়ারস্টো। কিন্তু তৃতীয় আম্পায়ার ক্রিস গ্যাফিনির বিতকৃত এক সিদ্ধান্তে নাথান লিওনের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন মঈন। ৪০ করেন তিনি। পরে বেয়ারস্টোর ৪২ রানে আউট হলে স্বপ্ন শেষ হয়ে যায় সফরকারীদের।
স্বাগতিক বোলারদের মধ্যে তিনটি করে উইকটে পান মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও স্পিনার লিওন। বাকি উইকেটটি পান প্যাট কামিন্স। এদিন ষষ্ঠ অজি স্পিনার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৫০ বার তার বেশি উইকেট দল করেন লিওন। সর্বশেষ ২০০৫ সালে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি শেনওয়ার্ন। সেবার তিনি ৯৬টি উইকেট নিয়েছিলেন।
ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩০২ রান করেছিল। জবাবে অজিরা ৩২৮ রান করে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ২৬ নভেম্বর, ২০১৭
এমএমএস