ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই পেরেরা চলে গেছেন, মালিঙ্গাও চলে যাবেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
দুই পেরেরা চলে গেছেন, মালিঙ্গাও চলে যাবেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শেষ বলে ছক্কা হাঁকিয়ে কিংবা শেষ ওভারে প্রতিপক্ষকে চেপে ধরে রংপুর রাইডার্সকে জয় পাইয়ে দিয়ে এবারের বিপিএলে আলোচনায় উঠেছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সেই পেরেরা দেশে ফিরে গেছেন। সঙ্গে নিয়ে গেছেন রংপুরের আরেক তারকা লঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরাকে।

রংপুর রাইডার্সের মিডিয়া কো-অর্ডিনেটর নাজমুস সাকিব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, রাইডার্স শিবির ছেড়ে ২৯ নভেম্বর দেশে ফিরবেন আরেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

এবারের আসরে ৮ ম্যাচে অংশ নেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। চট্টগ্রাম পর্বে স্বাগতিকদের বিপক্ষে শেষ বলে তাসকিনকে ছক্কা মেরে নিজের ব্যাটিং অভিজ্ঞতার সঙ্গে এদেশের মানুষকে পরিচয় করিয়ে দেন থিসারা। তার আগে বোলারের ভূমিকা নিয়ে ঢাকার বিপক্ষে রংপুরকে জয় পাইয়ে দিয়েছিলেন। শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১০ রান। ওয়েস্ট ইন্ডিয়ান হার্ডহিটার কাইরন পোলার্ড আর পেসার আবু হায়দার রনিকে শেষ দুই বলে বোল্ড করে রংপুরকে ৩ রানের জয় উপহার দেন এই অলরাউন্ডার।  

ভারতের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে অংশ নিতে জাতীয় দলে যোগ দেবেন তিনি। চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে বাংলাদেশ ত্যাগ করেছেন থিসারা। বিপিএলের বাকি ম্যাচগুলোতে তিনি আর রংপুরের জার্সিতে খেলতে পারবেন না বলেও জানানো হয়। ভারতের বিপক্ষে জাতীয় দল শ্রীলঙ্কার জার্সিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে থিসারার সঙ্গে ফিরে গেছেন কুশল পেরেরাও। শোনা যাচ্ছে এবার ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে থিসারাকেই অধিনায়ক করা হচ্ছে। সে কারণেই তার ফিরে যাওয়া।

রংপুর রাইডার্সের মিডিয়া কো-অর্ডিনেটর থেকে আরও জানানো হয়, ‘আগামী ২৮ ও ২৯ নভেম্বর শ্রীলঙ্কায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ক্যাম্পে ডাক পাওয়া সব লঙ্কান ক্রিকেটারদের ওই ফিটনেস টেস্টে অংশগ্রহণ বাধ্যতামূলক। তাই লঙ্কান বোর্ড সবাইকে ২৭ নভেম্বর পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল। লাসিথ মালিঙ্গা বিশেষ অনুমতি নিয়ে ২৮ নভেম্বর দুপুরে সিলেট সিক্সার্সের সঙ্গে ম্যাচ খেলে চলে যাবেন। তাকেও দিতে হবে ফিটনেস টেস্ট। ’

মালিঙ্গা আর পেরেরাকে ছাড়া ব্যাটিং শক্তির দল রংপুর বোলিং বিভাগে অনেকটাই পিছিয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে টম মুডির ভরসা হয়ে উঠতে পারেন টাইগার পেসার রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।