সোমবার (২৭ নভেম্বর) চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে সেই অনুশীলনেরই প্রতিফলন ঘটালেন ঢাকা ডাইনামাইটসের ওপেনার। এদিন অবশ্য ৯টি বড় ছক্কা হাকালেও বল হারায়নি একটিও!
১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকার শুরুটা হয়েছিল বাজেভাবে।
ষষ্ঠ ওভার থেকেই খোলস ছেড়ে বেরোতে থাকেন লুইস। ঝড়টা বেশি গেছে সানজামামুল ইসলামের ওপর দিয়েই। তার করা ইনিংসের নবম ওভারেই লুইস হাকান চারটি বিশাল ছক্কা। ওই ওভারে মোট ২৬ রান দেন এই বাহাতি স্পিনার।
২৪ বলে ফিফটি করা এভিন লুইস উইকেটে টিকে আরও ৭ বল। ১১.২ বলে এমিরটের বলে নাজিবুল্লাহ জাদরানকে ক্যাচ দিয়ে যখন ফিরছিলেন তখন তার নামের পাশে ৩১ বলে ৭৫ রানের জ্বলজ্বলে ইনিংস। যার মধ্যে ৬৬ রানই বাউন্ডারি থেকে (৩টি চার, ৯টি ছক্কা)।
এর আগে লুক রনকি ও এনামুল হক বিজয়ের দুটো ঝড়ো হাফ সেঞ্চুরিতে ১৮৭ রান তোলে ঘরের দল চিটাগং ভাইকিংস। তবে এভিন লুইসের তাণ্ডবের পর প্রায় দু’শ ছোয়া লক্ষ্যকেও খুব কম মনে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরএম