ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তাসকিন অসাধারণ, ২০ রান কম হওয়ায় হার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
তাসকিন অসাধারণ, ২০ রান কম হওয়ায় হার ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম থেকে: ঘরের মাঠে ভালো ব্যাটিং করে আরও একবার বোলারদের ব্যর্থতায় হারলো চিটাগং ভাইকিংস। ৯ ম্যাচে ৬ হার নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকা লুক রঞ্চিদের টুর্নামেন্টের শেষ চারে যেতে হলে তাই আলৌকিক কিছুই হতে হবে।

চিটাগং ভাইকিংস অধিনায়কও মনে মনে ভেবে নিয়েছেন, তাদের টুর্নামেন্ট শেষ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লুক রঞ্চি জানান, হয়তো আমাদের টুর্নামেন্ট শেষ।

হার-জিত খেলারই অংশ।

তবে নিজ দলের ব্যাটসম্যানদের প্রশংসা দিতে ভুলেননি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হয়ে খেলা এই ক্রিকেটার, ‘ব্যাটসম্যানরা ভালো করছে। আজও ভালো ব্যাটিং হয়েছে। তবে ২০ রান কম হয়ে গেছে। আরেকটু ভালো খেললে ফলাফল অন্য রকম হতো। ’

১৮৮ রানের লক্ষ্য দিয়ে প্রথম ওভারেই শহীদ আফ্রিদিকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। যদিওবা পরে এভিন লুইসের সামনে আতঙ্ক হয়ে ওঠতে পারেননি কোনো বোলার। তবুও দিন শেষে অধিনায়কের প্রশংসাপত্র পেলেন তাসকিন।

‘তাসকিন অসাধারণ বোলার। সে শুরুতে আফ্রিদিকে আউট করে আমাদের ভালো ব্রেক থ্রু এনে দিয়েছিল। কিন্তু অন্য বোলারদের ব্যর্থতায় সেটা ধরে রাখতে পারিনি। ’ জানান রঞ্চি।

এদিনও হেসেছে রঞ্চির ব্যাট। ৪০ বলে খেলেছেন ৫৯ রানের ঝলমলে ইনিংস। নিজের এই ইনিংসকেই বিপিএলে নিজের সেরা ইনিংস মানছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএইচ/টিসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।