ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিশোরগঞ্জে মাস ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কিশোরগঞ্জে মাস ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শুরু হয়েছে মাস ব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ।

সোমবার (২৭ নভেম্বর) সকালে পাকুন্দিয়ার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজনের শুভ উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ। পাকুন্দিয়া উপজেলার ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এছাড়া ক্রীড়া পরিদপ্তর থেকে প্রেরিত ক্রীড়া সামগ্রী খেলোয়াড়দের মাঝে বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ।

হোসেন্দী উপজেলার তিনটি স্কুলের ৩০ জন বালক সুযোগ পান এই প্রশিক্ষণে। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন কিশোরগঞ্জ জেলার ক্রিকেট কোচ মো. আশরাফ উদ্দিন স্বপন। ক্রিকেট ক্যাম্পের সার্বিক আয়োজনে রয়েছেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ।

মাঠে অনুশীলন এর আগে খেলোয়াড়দের মাদক বিরোধী শপথ গ্রহণ করান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।