ক্যারিয়ারের সপ্তম টেস্টে এসে প্রথম শতক উদযাপন করেন গ্র্যান্ডহোম (১০৫)। তাতেই ঢুকে পড়েন রেকর্ডবুকে।
গ্র্যান্ডহোমের রেকর্ডের দিনে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন অভিজ্ঞ টেইলর (৯৩)। ওপেনার টম ল্যাথাম ৩৭ ও আগের দিনের অপরাজিত জিত রাভাল ৪২ রানে থামেন। নিকোলসের ব্যাট থেকে আসে ৬৭। সাদা পোশাকে অভিষেকে আলো ছড়ালেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।
সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন কেমার রোচ। দু’টি করে নেন মিগুয়েল কামিন্স ও রোস্টন চেজ। একটি করে শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয় ব্যাটসম্যানদের সামনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সাবলীল ব্যাটিংয়ের বিপরীতে তাদের ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামে। নেইল ওয়াগনারের পেস তোপে বিধ্বস্ত হয় তারা। একাই সাতটি উইকেট দখল করেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ফাস্ট বোলার। কিউইদের জার্সিতে টেস্ট ইনিংসের এটি চতুর্থ সেরা বোলিং ফিগার।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম