ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের রান পাহাড়ে কোণঠাসা উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
কিউইদের রান পাহাড়ে কোণঠাসা উইন্ডিজ ছবি: সংগৃহীত

ওয়েলিংটন টেস্টে লজ্জাজনক হার অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজের জন্য! সফরকারীদের মাত্র ১৩৪ রানে অলআউট করার পর নিউজিল্যান্ডের লিড ছাড়িয়েছে তিনশ’। কলিন ডি গ্র্যান্ডহোমের দ্রুতগতির সেঞ্চুরি, রস টেইলর, হেনরি নিকোলস ও অভিষিক্ত টম ব্লান্ডেলের ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪৪৭ তুলেছে ব্ল্যাক ক্যাপসরা।

ক্যারিয়ারের সপ্তম টেস্টে এসে প্রথম শতক উদযাপন করেন গ্র্যান্ডহোম (১০৫)। তাতেই ঢুকে পড়েন রেকর্ডবুকে।

৭১ বল মোকাবেলায় ১১টি চার ও ৩টি ছক্কায় তিন অঙ্কে পৌঁছে যান ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

গ্র্যান্ডহোমের রেকর্ডের দিনে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন অভিজ্ঞ টেইলর (৯৩)। ওপেনার টম ল্যাথাম ৩৭ ও আগের দিনের অপরাজিত জিত রাভাল ৪২ রানে থামেন। নিকোলসের ব্যাট থেকে আসে ৬৭। সাদা পোশাকে অভিষেকে আলো ছড়ালেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ৫৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন কেমার রোচ। দু’টি করে নেন মিগুয়েল কামিন্স ও রোস্টন চেজ। একটি করে শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয় ব্যাটসম্যানদের সামনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সাবলীল ব্যাটিংয়ের বিপরীতে তাদের ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামে। নেইল ওয়াগনারের পেস তোপে বিধ্বস্ত হয় তারা। একাই সাতটি উইকেট দখল করেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি ফাস্ট বোলার। কিউইদের জার্সিতে টেস্ট ইনিংসের এটি চতুর্থ সেরা বোলিং ফিগার।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।