ফ্লাডলাইটের আলোয় ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন পিটার হ্যান্ডসকম্ব ও শন মার্শ। হ্যান্ডসকম্ব ৩৬ ও মার্শ ২০ রানে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।
ডেভিড ওয়ার্নার ৪৭ রানে ক্রিস উকসের বলে জনি বেয়ারস্টোর গ্লাভসে ধরা পড়েন। উসমান খাজাকে (৫৩) জেমস ভিঞ্চির ক্যাচে পরিণত করেন জেমস অ্যান্ডারসন। অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে (৪০) বোল্ড করে আন্তর্জাতিক অভিষেকে প্রথম উইকেটের স্বাদ নেন তরুণ ডানহাতি ইংলিশ পেসার ক্রেইগ ওভারটন।
ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০ উইকেটের দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় স্মিথের দল। এবার ঐতিহাসিক ডে-নাইট টেস্টে দু’দলের মর্যাদার লড়াই চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম