ওপেনিং জুটিতে আসে ১২৯ (১৩.১ ওভার)। ৩৪ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৬৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দেন নারাইন।
এ নিয়ে টুর্নামেন্টে দু’বারের দেখাতেই রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করে দুইশ’ ছাড়ানো সংগ্রহ পেল বর্তমান চ্যাম্পিয়নরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গত ১৮ নভেম্বরের ম্যাচটিতে ২০২ রান তাড়া করতে নেমে ৬৮ রানে হারের লজ্জায় ডোবেন মুশফিকরা।
শনিবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরে ফেরে টি-টোয়েন্টির উত্তেজনা। ঢাকার ব্যাটিংয়ে ঝড় উঠলেও রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচটি ছিল লো-স্কোরিং।
রংপুরকে ৯৭ রানে (এবারের আসরের সর্বনিম্ন স্কোর) অলআউট করেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে তামিমের কুমিল্লাকে। টানটান উত্তেজনায় রূপ নেওয়া ম্যাচটিতে ৬ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়োল্লাসে মাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা।
রংপুর জিতে গেলে রাজশাহীর জন্য হতো ‘মাস্ট উইন গেম’। সেক্ষেত্রে ঢাকার কাছে রাজশাহী হারলে আজই চূড়ান্ত হয়ে যেত শেষ চার। ঢাকার সঙ্গে পরের রাউন্ডে উঠে যেত মাশরাফির রংপুর।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০১৭
এমআরএম