ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের বিপক্ষে শঙ্কায় উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ইংলিশদের বিপক্ষে শঙ্কায় উইলিয়ামসন কেন উইলিয়ামসন-ছবি:সংগৃহীত

চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে ইনজুরির কারণে খেলা নিয়ে শঙ্কায় রয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ওয়েলিংটনে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইলিয়ামসন জানান, পিঠে তার ব্যথ্যা অনুভব হচ্ছে। আর পরিবর্তন ক্রিকেটার হিসেবে ইতোমধ্যে হেনরি নিকোলসকে দলে নেওয়া হয়েছে।

এদিকে শঙ্কা রয়েছে প্রতিপক্ষের অধিনায়ক ইয়ন মরগানেরও। কেননা সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে কুঁচকির ইনজুরিতে খেলতে পারেননি এ বাঁহাতি ব্যাটসম্যান।

টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে অজিরা। হাতে আরও একটি ম্যাচ রয়েছে তাদের। তবে ইংল্যান্ড ডেভিড ওয়ার্নারদের কাছে দুটি ম্যাচ খেলেই হার দেখেছে। কিউইরা হেরেছে একটিতে। মঙ্গলবার প্রথমবার মুখোমুখি হবে ইংলিশ ও কিউইরা।

অকল্যান্ডে আগামী ২১ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।