ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের ছেলে ‘মায়ান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
মুশফিকের ছেলে ‘মায়ান’ মুশফিকের ফেসবুক থেকে নেওয়া ছবি

সদ্যই বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম। মুশফিক ও জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম পুত্র সন্তান।

গত সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে পৃথিবীর আলো দেখে ‘মুশফিক জুনিয়র’।  

এবার মুশি তার ছেলের নাম ঘোষণা করলেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুত্রকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন মুশফিক। যার ক্যাপশনে লিখেন, ‘আসসালামুয়ালাইকুম সবাইকে। আমাদের ছেলেকে পরিচয় করিয়ে দিচ্ছি “মো: শাহরোজ রহিম মায়ান” সবাই তার জন্য দোয়া করবেন। ’

২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এরপর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।