ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-২০ সিরিজে পেরেরার পরিবর্তে মেন্ডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
টি-২০ সিরিজে পেরেরার পরিবর্তে মেন্ডিস ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান ওপেনার কুশল পেরেরা। তার জায়গায় স্কোয়াডে নেওয়া হয়েছে আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে।

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লঙ্কানদের তৃতীয় ম্যাচে ব্যাটিং করার সময় সাইডস্ট্রেইনের ইনজুরিতে ছিটকে যান পেরেরা। চিকিৎসার জন্য ফিরে যান দেশে।

মিস করেন টেস্ট সিরিজ।

টি-২০ স্কোয়াডে ২৭ বছর বয়সী পেরেরার নাম থাকলেও দলের সঙ্গে বাংলাদেশে আসেননি। তার অভাব পূরণ করবেন প্রতিভাবান তরুণ মেন্ডিস।

আগামী বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৫টায়। তিনদিন পর একই সময়ে দ্বিতীয় ও শেষ ম্যাচ দেখা যাবে সিলেটে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।