ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-তামিমের ব্যাকআপ মিঠুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
মুশফিক-তামিমের ব্যাকআপ মিঠুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চোট গুরুতর নয়। তবুও কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ছোটখাট ইনজুরির কারণে ব্যাকআপ হিসেবে মোহাম্মদ মিঠুনকে দলে ডাকা হয়েছে।

অনুশীলনের সময় হাতে চোট (বাইসেপ ইনজুরি) পেয়েছেন তামিম। কবজির সমস্যায় আক্রান্ত মুশফিক।

প্রথম টি-টোয়েন্টিতে ‍দু’জনের খেলার ব্যাপারে আশাবাদী দল। ব্যাকআপ হিসেবে আছেন ১২টি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন।

ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচ ঘিরে রয়েছে সংশয়। লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়ে টেস্ট সিরিজও মিস করা সাকিবের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫টায়। তিনদিন পর একই সময়ে দ্বিতীয় ম্যাচ সিলেটে।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।