ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিব-মোস্তাফিজদের ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
সাকিব-মোস্তাফিজদের ম্যাচের সূচি ছবি:সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের সূচি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। চলতি বছরের ৭ এপ্রিল থেকে শুরু হয়ে যা শেষ হবে ২৭ মে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।

এদিকে গতবারের মতো এই আসরেও অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। গত দুই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেও এবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ।

আর ৬ বছরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতানো সাকিব এবার খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।  

এই আসরের আগে নিলামে মোস্তাফিজকে ১ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ানস। যেখানে ১ কোটি রুপি ভিত্তি মূল্য থাকা সাকিবের নিলামে দাম উঠে ২ কোটি রুপি। প্রথম দিনই হয়তো মুম্বাইয়ের হয়ে অভিষেক হয়ে যেতে পারে মোস্তাফিজের। তবে সাকিবের দল হায়দ্রাবাদ প্রথম ম্যাচে মাঠে নামবে ৯ এপ্রিল।

নিচে পাঠকদের জন্য মোস্তাফিজের মুম্বাই ও সাকিবের হায়দ্রাবাদের সূচি দেওয়া হলো:

মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের সময় সূচিঃ 

# প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস-৭ এপ্রিল- রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ- ১২ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস- ১৪ এপ্রিল-বিকাল ৪ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু- ১৭ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ রাজস্থান রয়েলস- ২২ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ জয়পুর
# প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ - ২৪ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস- ২৮ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ চেন্নাই
# প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু- ১ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ ব্যাঙ্গালুরু
#  প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব- ৪ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মোহালি
# প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স- ৬ মে-বিকাল ৪ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স- ৯ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ কলকাতা
# প্রতিপক্ষ রাজস্থান রয়েলস- ১৩ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব- ১৬ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ ব্যাঙ্গালুরু
#  প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস- ২০ মে-বিকাল ৪ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই

সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের সময় সূচিঃ 

# প্রতিপক্ষ রাজস্থান রয়েলস -৯ এপ্রিল- রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স- ১২ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স- ১৪ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ কলকাতা
# প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব- ১৯ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ ইন্দোর
# প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস- ২২ এপ্রিল-বিকাল ৪ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স- ২৪ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ মুম্বাই
# প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব- ২৬ এপ্রিল-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ রাজস্থান রয়েলস- ২৯ এপ্রিল-বিকাল ৪ টা ৩০ মিনিট- ভেন্যুঃ জয়পুর
#  প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস- ৫ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু- ৭ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ
# প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস- ১০ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ দিল্লি
# প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস- ১৩ মে-বিকাল ৪ টা ৩০ মিনিট- ভেন্যুঃ চেন্নাই
# প্রতিপক্ষ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু- ১৭ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ ব্যাঙ্গালুরু
#  প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স- ১৯ মে-রাত ৮ টা ৩০ মিনিট- ভেন্যুঃ হায়দ্রাবাদ

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।