ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জিং স্কোরে চোখ টাইগারদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
চ্যালেঞ্জিং স্কোরে চোখ টাইগারদের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোরে চোখ রাখছে বাংলাদেশ। ব্যাট হাতে ঝড় তুলে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার। রানের চাকা সচল রাখছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পাওয়ার প্লে’র ৬ ওভারে আসে ৭১। ১০ ওভারে ১০০।

এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ১৫ ওভার শেষে ৩ উইকেটে ১৩৯। মুশফিক ৪১ ও মাহমুদউল্লাহ ২২ রানে ব্যাট করছেন সৌম্য।

বাংলাদেশ একাদশে নতুন মুখ চারজন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন জাকির হাসান, আফিফ হোসেন, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। বাহুর পেশীর ব্যথা পুরোপুরি সেরে ওঠায় তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। স্বস্তির খবর, কবজির সমস্যা কাটিয়ে খেলছেন মুশফিকুর রহমান।

আঙুলের চোটের কারণে টেস্ট সিরিজ মিস করেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরি আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে তিনি। টি-২০ সিরিজের শেষ ম্যাচে খেলা নিয়েও রয়েছে সংশয়। সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শ্রীলঙ্কা টিমে টি-টোয়েন্টিতে অভিষিক্ত একটি ওয়ানডে খেলা তরুণ পেসার শেহান মাদুশাঙ্কা। ২০১৩ সালের পর প্রথম টি-২০ খেলছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার জীবন মেন্ডিস।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), কুশল মেন্ডিস, জীবন মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, শেহান মাদুশাঙ্কা, ইসুরু উদানা।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।