ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে উঠতে বাংলাদেশের টার্গেট ১৬০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
ফাইনালে উঠতে বাংলাদেশের টার্গেট ১৬০ ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল নির্ধারণী ম্যাচে ৪১ রানে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে বাংলাদেশকে ১৬০ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়ানো ব্যাটিংয়ে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন কুশল পেরেরা ও থিসারা পেরেরা।

১৯তম ওভারে থামেন ওয়ানডাউনে নামা কুশল পেরেরা। তার ৪০ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংসটিতে ছিল ৭টি চার ও ১টি ছক্কার মার।

শেষ ওভারে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন থিসারা পেরেরা। ঝড়ো ব্যাটিংয়ে ৩টি করে চার-ছক্কার সাহায্যে করেন ৩৭ বলে ৫৮। শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৯।

নবম ওভারে পঞ্চম উইকেটের পতন ঘটে। জীবন মেন্ডিসকে (৩) মোস্তাফিজের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। কঠিন চাপের মুখেই পড়েছিল স্বাগতিক শিবির। সেখান থেকেই কাউন্টার অ্যাটাকে দলকে টেনে তোলেন দুই পেরেরা।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেই বেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনিং জুটি ভাঙেন। উঠিয়ে মারতে গিয়ে লংঅনে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন দানুস্কা গুনাথিলাকা (৪)।

সাকিবের পর উইকেটের খাতায় নাম লেখান মোস্তাফিজুর রহমান। চতুর্থ ওভারের শেষ বলে কুশল মেন্ডিসকে (১১) সৌম্য সরকারের ক্যাচবন্দি করেন ‘কাটার মাস্টার’।

মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন দাসুন শানাকা (০)। ‘গোল্ডেন ডাক’ নিয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে আটকা পড়েন। একই ওভারে (ষষ্ঠ) রানআউটের ফাঁদে পড়েন উপুল থারাঙ্গা (৫)।

শুক্রবার (১৬ মার্চ) টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলপতি সাকিব। ফাইনালের আগে এটিই শেষ লিগ ম্যাচ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী রোববার (১৮ মার্চ) শিরোপা লড়াইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে কারা সেটিই এখন দেখার অপেক্ষা।

একাদশে একটি পরিবর্তনই আনা হয়েছে। ইনজুরি কাটিয়ে সাকিবের প্রত্যাবর্তনে বাদ পড়েছেন পেসার আবু হায়দার রনি। লঙ্কান টিমে পরিবর্তন দু’টি। সুরাঙ্গা লাকমল ও দুশমান্থা চামিরার জায়গায় ইসুরু উদানা ও আমিলা আপনসো।

প্রায় দু’মাস পর ফিরেছেন সাকিব। গত ২৭ জানুয়ারি মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পাওয়ার পর থেকেই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম ম্যাচ হারের পর টানা তিন জয়ে ইতোমধ্যেই শিরোপা নির্ধারণীতে পা রেখেছে ভারত। তিন ম্যাচ শেষে দু’টি হারের বিপরীতে ১টি করে জয় পেয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সমান ২ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে লঙ্কানরা।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছন্দে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ২১৫ চেজ করে জয়ে ফেরে লাল-সবুজের জার্সিধারীরা। ৩৫ বলে ৭২ রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দেন মুশফিকুর রহিম।

ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের দেখায় জয়ের সম্ভাবনা জাগিয়েও আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। ১৭৭ তাড়া করে ১৭ রানে হার মানতে হয়। হেরে গেলেও লড়াকু পারফরম্যান্স বাড়িয়েছে আত্মবিশ্বাস। এ ম্যাচেও ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিক। খেলেন ৫৫ বলের ৭২ রানের আরেকটি দায়িত্বশীল ইনিংস।

অন্যদিকে, ভারতকে উদ্বোধনী ম্যাচে হারিয়ে শুরুটা দাপুটে হলেও ব্যাক-টু-ব্যাক পরাজয়ে ধুঁকছে স্বাগতিক শিবির। বাংলাদেশের সামনে দুই ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের হাতছানি!

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা একাদশ: দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা (উইকেটরক্ষক), উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা, জীবন মেন্ডিস, আকিলা ধনাঞ্জয়া, ইসুরু উদানা, আমিলা আপনসো, নুয়ান প্রদীপ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।