ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ড্রেসিংরুমের দরজা ভাঙলো কে?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
টাইগারদের ড্রেসিংরুমের দরজা ভাঙলো কে? টাইগারদের ড্রেসিংরুমের গ্লাস ভাঙচুরের একাংশ (ছবি: সংগৃহীত)

ঢাকা: মাহমুদউল্লাহর ছক্কায় বাংলাদেশ নিদাহাস ট্রফির ফাইনালে ওঠার পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টাইগারদের ড্রেসিংরুমের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করতে স্টেডিয়ামের গ্রাউন্ডস কর্মীদের ভিডিও ফুটেজ দেখার অনুরোধ করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) রাতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শেষে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের পরে ড্রেসিংরুমের একটি দরজা ভেঙে ফেলা হয়েছে।

এর পরপরই গ্রাউন্ডস কর্মীরা লঙ্কান ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানালে বোর্ড কর্তৃপক্ষ খতিয়ে দেখতে জানিয়েছে, শনিবার (১৭ মার্চ) দুপুর ১২টার মধ্যে তাদের এ মর্মে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান।

নিদাহাস ট্রফির অঘোষিত সেমিফাইনালে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিলো ১২ রান। নাটকীয়তার মধ্য দিয়ে ১ বল বাকি থাবতে ছয় মেরে জয় তুলে দলকে টুর্নামেন্টের ফাইনালে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
এইচএল/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।