ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

কলকাতার ডেরায় হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
কলকাতার ডেরায় হিথ স্ট্রিক ছবি: সংগৃহীত

আইপিএলে ফিরছেন জিম্বাবুয়ে কোচ হিথ স্ট্রিক। তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কেকেআরের কোচিং স্টাফে জ্যাক ক্যালিস ও সাইমন ক্যাটিচেরে সঙ্গে যোগ দেবেন তিনি।

লক্ষ্মীপতি বালাজির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী হিথ স্ট্রিক। একই ভূমিকায় চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন বালাজি।

নিজ দেশ জিম্বাবুয়ের পাশাপাশি আইপিএলে বোলিং কোচ হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন হিথ স্ট্রিক। এর আগে ২০১৬ ও ২০১৭ সিজনে গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই তারকা অলরাউন্ডার।

সেই অভিজ্ঞতা এবার কলকাতার ডেরায় কাজে লাগাবেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ। একত্রিত হচ্ছেন সাবেক শিষ্য অভিজ্ঞ দিনেশ কার্তিকের সঙ্গে। সাবেক গুজরাট খেলোয়াড় এবার কেকেআরের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।