ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা দেড়শ’ করলেন শান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
ক্যারিয়ার সেরা দেড়শ’ করলেন শান্ত নাজমুল হোসেন শান্ত

ঢাকা: লিস্ট ‘এ’ ক্রিকেটে এতোদিন অপরাজিত ১৩৩ রানই ছিলো নাজমুল হোসেন শান্ত’র ব্যক্তিগত সর্বোচ্চ। ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে ১৫০ রানের অনবদ্য ইনিংস খেলে নিজেকে ছাড়িয়ে গেলেন আবাহনীর এ টপ অর্ডার।

এ রান সংগ্রহ করতে তিনি খেলেছেন ১২০ বল। যেখানে চার ও ছয়ের মার ছিলো ৯টি করে।

স্ট্রাইক রেট ১২৫।

তার মহাকাব্যিক এ ইনিংসে ভর করেই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ৪ উইকেটে ৩৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারীরা।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের দলপতি সাইফ হাসান।

বলহাতে শাইনপুকুরের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাইম ইসলাম জুনিয়র নিয়েছেন ২টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।