ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্ত-সাইফের ব্যাটে আবাহনীর প্রত্যাশিত জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
শান্ত-সাইফের ব্যাটে আবাহনীর প্রত্যাশিত জয় শান্ত ও সাইফ / ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের ১৯৫ রানের অনবদ্য জুটিতে ঢাকা প্রিমিয়ার লিগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষে ম্যাচে ৪ উইকেটে ৩৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছিল আবাহনী। যা টপকাতে গিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে শাইনপুকুর করেছে ২৭৯ করতে সমর্থ হয়।

ফলে দিন শেষে ৫৬ রানের প্রত্যাশিত জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানধারী আবাহনী লিমিটেড।

এদিন শান্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন।

যা করতে তিনি বল খেলেছেন মোট ১২০টি। আর সাইফ ১১৪ বলে করেন ৯৪।

ছবি: শোয়েব মিথুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কমরোববার (১৮ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আবাহনীর হয়ে ৪৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাসির হোসেন।

শাইনপুকুরের হয়ে বল হাতে মোঃ সাইফউদ্দিন ও নাইম ইসলাম জুনিয়র ২টি করে উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে দলটির ওপেনার ফারদিন হাসান ওনি ১১৮ বলে ১০৪, তৌহিদ হৃদয় ৭২ বলে ৮৩ এবং সাদমান ইসলাম ৭৮ বলে করেছেন ৫৬ রান।

ম্যাচসেরার পুরস্কার জেতেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৮ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।