ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি পরিচালক ববির মায়ের জানাযা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
বিসিবি পরিচালক ববির মায়ের জানাযা অনুষ্ঠিত ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির প্রয়াত মা রেবেকা মহিউদ্দিনের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মার্চ) বাদ জোহর ধানমন্ডি তাকওয়া জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়।

ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের উর্ধ্বোতন কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও দেশের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গেল ১৯ জানুয়ারি সকালে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম রোকেয়া মহিউদ্দিন। ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমমৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।