ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে টেস্টের বদলে ওয়ানডে ও টি-২০ সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
অস্ট্রেলিয়া সফরে টেস্টের বদলে ওয়ানডে ও টি-২০ সিরিজ ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-২০ সিরিজ শেষে আপাতত বাংলাদেশ দলের আন্তর্জাতিক ব্যস্ততা নেই। সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়া সফর। যদিও এখনো অনেক দেরি। অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রূপ নিতে পারে ওয়ানডে ও টি-২০ সিরিজে!

বিসিবি সূত্রে জানা গেছে, টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আগ্রহ কম। দু’টি টেস্ট খেলতে সময় লাগে ১০ দিন।

এর বদলে নাকি পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কিছু প্রকাশ করেনি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগস্টে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা। টেস্টের পরিবর্তে সীমিত ওভারের সিরিজ হবে কিনা সেটিই এখন দেখার বিষয়! তার আগে জুন বা জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে যেতে পারে টাইগাররা। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

অস্ট্রেলিয়া মিশন শেষে সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। বছরের শেষদিকে নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে আসতে পারে ক্যারিবীয়রা।

এদিকে, ত্রিদেশীয় নিদাহাস ট্রফির রানার্সআপ বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট হতে পারে আফগানিস্তান। মে-জুনে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে (এফটিপি) কোনো ম্যাচ নেই টাইগারদের। এ সময়টায় আফগানদের পক্ষ থেকে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব পাঠানোর কথা শোনা যাচ্ছে। বিসিবিও নাকি তাতে রাজি।  আফগানদের বিপক্ষে ওয়ানেডে সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ২২ মার্চ, ২০১৮
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।