শনিবার (১৩ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নেন মালিঙ্গা। চার বছর পর ওয়ানডেতে ৫ উইকেট পেলেন তিনি।
শনিবার ওয়ানডে ক্যারিয়ারে অস্টমবারের মতো ৫ উইকেট পেলেন মালিঙ্গা। এর আগে ৭ বার করে ৫ উইকেট নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন মালিঙ্গা ও ম্যাকগ্রা। এবার ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন এই লঙ্কান ডানহাতি পেসার।
এই তালিকায় মালিঙ্গার উপরে সর্বাধিক ১৩ বার ৫ উইকেট নিয়ে আছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুস। এছাড়া ১০ বার পাঁচ উইকেট নেওয়া মুত্তিয়া মুরালিধরন, ৯ বার করে ৫ উইকেট নেওয়া ব্রেট লি ও শহীদ আফ্রিদি।
সর্বশেষ ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট পান মালিঙ্গা।
বাংলাদেশ সময়ঃ ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমকেএম