ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ৫০ আফগান যুবকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ৫০ আফগান যুবকের ব্যাট করছেন আফগান যুবক জাজাই

ঢাকা: ধুম-ধাড়াক্কা বল পেটানো খেলা টি-টোয়েন্টি ক্রিকেট সর্বপ্রথম ছয় বলে ছয় ছক্কা দেখেছিল ২০০৭ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার ব্রডকে বেধড়ক পিটিয়ে ১২ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতীয় হিটার যুবরাজ সিং। ব্রডের এক ওভারে ছয়বার ওপর দিয়ে বল সীমানাছাড়া করেছিলেন তিনি। এবার ঠিক সেই রেকর্ডে ভাগ বসালো আফগান যুবক।

চলমান আফগানিস্তান প্রিমিয়ার লিগে কাবুল জুয়ানানের হয়ে মাঠে নেমে হজরতুল্লাহ জাজাই ১২ বলে তোলেন ৫০ রান। আর প্রতিপক্ষ বালকাহ লিজেন্ডের স্পিনার আবদুল্লাহ মাজারাইয়ের এক ওভারে ছয় ছক্কাসহ তুলে নেন ৩৭ রান।

একটি রান আসে ওয়াইড থেকে। যুবরাজের পর টি-টোয়েন্টি ক্রিকেট এমন ইনিংস দেখলো ২০ বছর বয়সী জাজাইয়ের ব্যাটে। আর মাঠে দাঁড়িয়ে সেটি উপভোগ করছেন টি-টোয়েন্টির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল।

একইসঙ্গে জাজাইয়ের নাম যোগ হলো স্যার গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবসের পাশেও। যারা পেশাদারি ক্রিকেটে মেরেছেন ছয় বলে ছয় ছক্কা। তবে যুবরাজ আর জাজাই ছাড়া ১২ বলে ৫০ আছে ক্রিস গেইলের।

জাজাইয়ের এমন পারফরম্যান্সের পরও হেরেছে তার দল। গেইল-নবীর বালকাহ লিজেন্ড প্রথমে ব্যাট করে তোলে ২৪৪ রান। ৪৮ বলে ১০ ছক্কায় ৮০ রান করেন গেইল। জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা সত্ত্বেও শেষ পর্যন্ত ২২৩ রানে থামে জাজাইয়ের কাবুল জুয়ানান।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।