কিন্তু সাকিব তো একের ভেতরে তিন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে যিনি সবময়েই অদ্বিতীয়।
সোমবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন বিরতিতে তিনি এমন কথা বলেন।
অনেকেই ধারণা করছেন দল বিবেচনায় জিম্বাবুয়ে বাংলাদেশের চাইতে ঢেড় খর্বকায়। কাজেই তাদের সঙ্গে হেসে খেলেই মাশরাফিরা জয়ের বন্দরে নোঙর ফেলতে পারবেন। মোট কথা হলো সফরকারী দলটির বিপক্ষে চাপহীন একটি সিরিজ উপভোগ করতে যাচ্ছেন কোচ স্টিভ রোডস শিষ্যরা। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আনকোরা রাব্বি ভাবেছেন অন্যভাবে। ‘আমার একদমই আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। আমি জানি না জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া বা অন্য কোনো দলের সঙ্গে খেলা কেমন হয়। আমি আমার মতোই খেলব, যদি সুযোগ পাই। আমি কার সাথে খেলছি এটা বড় না। কি খেলছি এটাই বড়। ’
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দু'দল। এরপর ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা রাত্রির।
ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়োনাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৮
এইচএল/এমএমএস