ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ধারাবাহিক সৌম্য

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ধারাবাহিক সৌম্য এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। ছবিঃ সংগৃহীত

ঢাকা: খারাপ সময় কাটিয়ে ব্যাট হাতে ধারাবাহিক রান করে যাচ্ছেন সৌম্য সরকার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করা (১০৩) এই খুলনা ওপেনার তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে খেলেন ১৪১ বলে ৭৬ রানের ইনিংস।

দারুণ ব্যাট চালালেও দিন পার করতে পারেননি। সাজেদুল ইসলামের বলে এলবির ফাঁদে পরে ফিরে গেছেন।

সৌম্য ও এনামুল হক বিজয়ের (৫৬) অর্ধশতকে ভর করেই সোমবার (১৫ অক্টোবর) শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তোলে খুলনা । ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য-বিজয় মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১১১ রান।  

৪ উইকেট নিয়ে রংপুরের বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম দিনের সেরা। মোহাম্মদ সাদ্দাম নেন এক উইকেট।
 
এদিকে বরিশালে প্রথমস্তরের অপর ম্যাচে ভেজা আউটফিল্ডের কারণে মাঠেই নামতে পারেনি  স্বাগতিক বরিশাল বিভাগ ও সফরকারী রাজশাহী বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮ 
এইচএল/এমএকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।