ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের অনুশীলনে বিষধর সাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ইংল্যান্ডের অনুশীলনে বিষধর সাপ ইংল্যান্ড দল। ছবি: সংগৃহীত

ইংলিশ ক্রিকেটারদের ভাগ্য বেশ ভালোই বলতে হবে। সোমবার (১৫ অক্টোবর) অনুশীলনের জন্য মাঠে ঢুকতেই ইংলিশ ক্রিকেটাররা জানতে পারেন তাদের অনুশীলন স্থান থেকে বেশ বড় আকারের দুটি বিষধর সাপ ধরা পড়েছে।

ভয় পেয়ে মাঠ থেকে বের হয়ে যান ক্রিকেটাররা। তবে ভালো খবর হলো, দুটি সাপই মেরে ফেলেছে মাঠের দায়িত্বে থাকা কর্মীরা।

শ্রীলঙ্কায় চলছে ৫ ম্যাচ ওয়ানডে, তিন টেস্ট ও এক টি-টোয়েন্টির সিরিজ। সেই সিরিজকে সামনে রেখেই ইংল্যান্ডের ক্রিকেটাররা অনুশীলনে এই ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন।

ইংল্যান্ডের অনুশীলনে বিষধর সাপ।  ছবিঃ সংগৃহীত

ডাম্বুলায় দুই দলের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। বুধবার (১৭ অক্টোবর) ক্যান্ডিতে তৃতীয় ওয়ানডে মুখোমুখি হবে দল দুটি। বর্তমানে সেখানেই অবস্থান করছে দুই দলের ক্রিকেটাররা।

লঙ্কান মাঠ কর্মীদের সাপটিকে ধরে ফেলার একটি ভিডিও নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্যাপশনে লেখে, ‘এক বিস্ময়কর আগন্তুক সকালে অনুশীলনে এসেছিল। ’ 

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।