ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

দ.আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে নেই আমলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
দ.আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে নেই আমলা দ.আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে নেই আমলা-ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে থাকছেন না অভিজ্ঞ ব্যাটসম্যান হাশিম আমলা। চলতি বছরের নভেম্বরে হওয়া এই সফরের সময় আঙুলের পুরোনো ইনজুরি থেকে মুক্ত হতে কাজ করে যাবেন তিনি। যেখানে ঐ সফরের পরই ঘরের মাঠে ব্যস্ত সূচি ও পরবর্তীতে বিশ্বকাপ রয়েছে।

নভেম্বরের শুরুতে এই সফরের জন্য প্রোটিয়ারা অবশ্য এখনও দল ঘোষণা করেনি। তবে কোচ ওটিস গিবসন আমলার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অজি সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দ.আফ্রিকা।

প্রোটিয়ারা এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল প্রায় চারবছর আগে। তখন থেকে আমলা ও কুইন্টন ডি কক ওপেনার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। দু’জনে মিলে ৪ হাজারের মতো রান করেছেন। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ২৮২ রানের জুটিও গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।