ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

আমলার পর ডুমিনিও ছিটকে গেলেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আমলার পর ডুমিনিও ছিটকে গেলেন ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি ডুমিনি-ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে আগেই জানা গিয়েছিল আঙুলের ইনজুরির কারণে থাকছেন না হাশিম আমলা। এবার ডান কাঁধের ইনজুরির কারণে সীমিত ওভারের এই সিরিজ থেকে ছিটকে গেলেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি ডুমিনি।

ইনজুরির কারণে ডুমিনিকে অস্ত্রোপচার করাতে হবে। ফলে অজি সিরিজ বাদেও প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি এমজানসি সুপার লিগেও (এমএসএল) খেলা হচ্ছে না তার।

ডুমিনি এমএসএলের দল কেপটাউন ব্লিটজের মারকুই প্লেয়ার। তার পরিবর্তে কুইন্টন ডি কককে এই পদ দেওয়া হচ্ছে।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। এই সপ্তাহের শেষেই স্কোয়াড ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।